ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

থানা থেকে আসামি পলায়ন: এসআইসহ ২ পুলিশ বরখাস্ত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ৯ জানুয়ারি ২০২৫  
থানা থেকে আসামি পলায়ন: এসআইসহ ২ পুলিশ বরখাস্ত

গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে হাতকড়া পরা অবস্থায় হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের জেলা পুলিশ লাইনসে ক্লোজ করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সকালে হাতকড়া পরা অবস্থায় থানা থেকে আসামি পালিয়ে যায় এবং সন্ধ্যায় পরে জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। 

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জেলা পুলিশ সুপার মিজানুর রহমান ও মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

বরখাস্ত হওয়া ওই দুই পুলিশ সদস্য হলেন, মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন ও কনস্টেবল মো. মাহফুজ। পলাতক হত্যা মামলার আসামি হৃদয় শেখ মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের মৃত হেমায়েত শেখের ছেলে।

ওসি মোস্তফা কামাল জানান, ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের কোনো এক সময় আকাশ মাতুব্বর নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। হত্যার শিকার আকাশ মাতুব্বর ফরিদপুরের নগরকান্দা উপজেলার দামদরদি গ্রামের শাহা আলম মাতুব্বরের ছেলে। 

এ ঘটনায় গত বছরের ৮ মার্চ দায়ের হওয়া হত্যা মামলায় হৃদয় শেখকে ২নং আসামি করেন বাদী। গত মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১১টার দিকে হৃদয় শেখকে গ্রেপ্তার করে মুকসুদপুর থানা পুলিশ। পরে তাকে থানা হাজতে রাখা হয়। সেখান থেকে সকাল সাড়ে ৮টার দিকে আসামি হৃদয় শেখ কৌশলে হাতকড়া থেকে হাত বের করে সকলের অগোচরে থানা থেকে পালিয়ে যায়। 

তিনি আরো জানান, আসামি পালিয়ে যাবার ঘটনায় দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের জেলা পুলিশ লাইনসে ক্লোজ করা হয়েছে। পালিয়ে যাওয়া হৃদয় শেখকে পুনরায় গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। এ সময় ডিউটি অফিসার ছিলেন এএসআই রেজভী খানম।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/বাদল/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়