ছিনতাই হওয়া ৬ লাখ টাকার ৪ লাখ পেলেন ব্যবসায়ী
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পুলিশের তৎপরতায় পাবনা মধ্য শহরের আব্দুল হামিদ রোড থেকে এক ব্যবসায়ীর ছিনিয়ে নেওয়া ৬ লাখ টাকার মধ্যে চার লাখ ১০ হাজার টাকা বগুড়া থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) গভীর রাতে বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়া এলাকায় তিন ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করে পুলিশ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, গত রবিবার পাবনার সরদার স্বপন ট্রেডার্সের সত্ত্বাধিকারী ব্যবসায়ী রেজাউল করিম স্বপন শহরের অগ্রণী ব্যাংক প্রধান শাখা থেকে নগদ ৬ লাখ টাকা তুলে নিয়ে শহরের আব্দুল হামিদ রোডের লতিফ টাওয়ার সংলগ্ন স্ট্যান্ডার্ড ব্যাংকে যাচ্ছিলেন।
তিনি ব্যাংকে পৌঁছানোর আগ মুহূর্তে ৮ থেকে ১০ জনের ছিনতাইকারী দল ব্যবসায়ী রেজাউল করিম স্বপনকে ঘিরে জটলা পাকিয়ে তার ব্যাগ কেটে টাকাগুলো বের করে নিয়ে সটকে পড়ে। এ ঘটনায় রেজাউল করিম স্বপন থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ব্যাংকের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারী চক্রের সদস্যদের শনাক্ত করে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে বগুড়া ডিবি পুলিশের সহায়তায় বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়া এলাকায় তিন ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পাবনা সদর থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে তিন ব্যক্তি পালিয়ে গেলে পুলিশ তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ছিনতাই হওয়া টাকার মধ্যে চার লাখ ১০ হাজার টাকা উদ্ধার করে।
ওসি সালাম আরো জানান, উদ্ধারকৃত টাকা ভুক্তভোগী ব্যবসায়ীকে বুঝিয়ে দেওয়া হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
শাহীন/এনএইচ