ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

ডাকাতের হাত থেকে অ্যাম্বুলেন্সের রোগীও রক্ষা পেল না  

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:২৪, ৯ জানুয়ারি ২০২৫
ডাকাতের হাত থেকে অ্যাম্বুলেন্সের রোগীও রক্ষা পেল না  

‘‘হোক না অ্যাম্বুলেন্স তাতে কী? করতেই হবে ডাকাতি।’’ বলেই একদল ডাকাত অ্যাম্বুলেন্সে থাকা রোগীর স্বজন এবং চালকদের ওপর হামলে পড়ে সর্বস্ব ছিনিয়ে নিয়ে গেছে। 

বুধবার দিবাগত রাত ২টার দিকে ফরিদপুর জেলার নগরকান্দা এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটেছে। এ সময় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি  ফরিদপুর মেডিকেল কলেজে যাচ্ছিল। 

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ সময় ডাকাতরা রোগীর স্বজনদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে অ্যাম্বুলেন্সে ভাঙচুর করে। এতে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হয়ে পড়েছে।

রায়হান ইসলাম শোভন বলেন, ‘‘বুধবার রাতে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারি অ্যাম্বুলেন্সে হার্ট অ্যাটাকের রোগীকে ফরিদপুর মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হচ্ছিল। রাত ২টার দিকে ফরিদপুর জেলার নগরকান্দা পৌঁছালে একদল ডাকাত অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে। তারা  অস্ত্রের মুখে জিম্মি করে চালক ও রোগীর স্বজনদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়।’’

ডাকাতি শেষে তারা অ্যাম্বুলেন্সের ৩টি গ্লাস ভেঙে ভেঙ্গে ফেলেছে। এতে হাসপাতালে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি। 

এ ঘটনায় নগরকান্দা থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। 

বাদল//


সর্বশেষ

পাঠকপ্রিয়