গোপালগঞ্জে দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহত হাসিবুর রহমান শেখ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক মো. হাসিবুর রহমান শেখ (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার যুবকের মৃত্যু হয়।
নিহত মো. হাসিবুর রহমান শেখের বাড়ি টুঙ্গীপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামের হাসমত আলী শেখ ছেলে। তিনি দীর্ঘদিন বিদেশে থাকার পর ২০২৪ সালের ডিসেম্বরে দেশে ফেরেন।
নিহতের ভাই মাছুদ শেখ জানান, গত শনিবার (৪ জানুয়ারি) বিকালে টুঙ্গীপাড়া উপজেলার পাটগাতী সেতুর এক প্রান্তে চিতলমারী উপজেলার কুনিয়া বাজারের কাছে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে হাবসিবুর রহমান মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি হলে খুলনার গাজী মেডিক্যাল কলেজ ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মৃত্যু হয় তার।
ঢাকা/বাদল/এস