আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি মানবে না: রিপন
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাদারীপুর জেলা বিএনপির কর্মী সম্মেলনে আসাদুজ্জামান রিপন বক্তব্য রাখেন
বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার মেনে নেবে না বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, ‘‘প্রধান উপদেষ্টা বলেছেন সংসদ নির্বাচনের সঙ্গে সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন। আমাদের দলের স্পষ্ট অবস্থান, জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা কোনো স্থানীয় সরকার নির্বাচন একসেপ্ট (গ্রহণ) করব না।’’
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে মাদারীপুর পৌর অডিটরিয়ামে মাদারীপুর জেলা বিএনপির কর্মী সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
নির্বাচনের ব্যাপারে দলের অবস্থানের বিষয়ে আসাদুজ্জামান রিপন বলেন, ‘‘স্থানীয় সরকারের ব্যাপারে সরকার একটি কমিশন গঠন করেছে। এই কমিশন কী রিপোর্ট দেয়, তা আমরা আগে দেখতে চাই। তারপর আমাদের দলের অবস্থান ব্যাখ্যা করব। সরকার কী সংস্কার করে তা দেখব, এরপর সিদ্ধান্ত নিবো।’’
রাষ্ট্র সংস্কারের সময়ের বিষয়ে বিএনপির এ নেতা বলেন, ‘‘সরকার সংস্কারের কথা বলছেন। সংস্কারের জন্য এক বছর লাগে না। সরকারের মধ্যে অনেকেই বলেছেন অল্প সংস্কার হলে এক বছরের মধ্যেই নির্বাচন সম্ভব। তারা বেশি সংস্কার হলে কতদিন লাগবে, তা বলে না। আমি সরকারের উদ্দেশে বলতে চাই, বেশি সংস্কার হলেও নির্বাচন ৬ মাসের মধ্যেই সম্ভব।’’
মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহান্দার আলী জাহানের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশে আসাদুজ্জামান রিপন বলেন, ‘‘৫ মাস হয়ে গেল, এই ৫ মাসের মধ্যে উপদেষ্টারা তাদের সম্পাদের হিসাব দেননি। এটা দিতে পারতেন না? দেওয়া উচিত ছিল। এখন পর্যন্ত দেখলাম না কোনো উপদেষ্টা তার সম্পদের হিসাব দিয়েছেন। ধরে নিচ্ছি, তাদের বৈধ আয় আছে। সব ঠিক আছে। তারা একটি নজির তো তৈরি করতে পারতেন, সেই নজির তারা তৈরি করেননি।’’
তিনি বলেন, ‘‘সকারের কাছে একটি কথা আমরা বলতে চাই, আপনারা মুখে মুখে সংস্কারের কথা না বলে প্রকৃত সংস্কারের কাজ শুরু করেন।’’
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাসুকুর রহমান মাসুক, সেলিমুজ্জাম সেলিম, মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান আনিস, সদস্য কাজী হুমায়ুন কবির প্রমুখ।
ঢাকা/বেলাল/বকুল