ঝিনাইদহে পাওয়ার টিলার দৌড় প্রতিযোগিতা
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝিনাইদহ কালীগঞ্জে পাওয়ার টিলার দৌড় প্রতিযোগিতা
ঝিনাইদহ কালীগঞ্জের রায়গ্রাম ইউনিয়নের একতার মাঠে ব্যতিক্রমী পাওয়ার টিলার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
একতারপুর যুব সংঘের আয়োজনে ওই গ্রামের বাজার সংলগ্ন এলাকায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে আসা ৪০টি দল এ প্রতিযোগীতায় অংশ নেয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হয়ে দিনভর চলে এ প্রতিযোগীতা।
সরেজমিনে দেখা যায়- একতারপুর বাজার সংলগ্ন মাঠে প্রতিযোগীতার স্থানে আগে থেকেই কাদা তৈরি করা হয়েছে। এর মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমী এ প্রতিযোগীতা। যা দেখার জন্য সকাল থেকে ফাঁকা মাঠের হাড় কাঁপুনী শীত উপেক্ষা করে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সী অসংখ্য মানুষ ভিড় জমিয়েছে।
প্রতিযোগীতা উপলক্ষে মাঠের চারপাশে শিশুদের খেলনা সামগ্রী, খাবারসহ বিভিন্ন ধরনের স্টল বসানো হয়েছে। প্রতিযোগীতা ঘিরে ওই এলাকায় বিরাজ করছে উৎসবের সাজ সাজ আমেজ। ব্যাপক উৎসাহ নিয়ে আশপাশের গ্রাম ছাড়াও দূর-দূরান্ত থেকে আসা অসংখ্য মানুষের উপস্থিতি দেখা গেছে।
প্রতিযোগীতায় অংশ নিতে আসা হরিনাকুন্ডু উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের লালন মিয়া জানান, তিনিসহ তাদের উপজেলা থেকে মোট ৪টি দল এ প্রতিযোগিতায় অংশ নিতে এসেছে।
তিনি বলেন, “সারাদিন কাদা-পানি মেখে মাঠের মধ্যে বয়ে যাওয়া হিমেল বাতাসে খুব কষ্ট হয়েছে। তারপরও খেলা দেখতে আসা মাঠভরা দর্শক তাদেরকে ব্যাপক উৎসাহ পেয়েছি। এতে কষ্ট আর কষ্ট মনে হয়নি।”
আয়োজক কমিটির অন্যতম সদস্য রাজন হোসেন জানান, এখন অধিকাংশ জমি ত্রি-ফসলিতে পরিণত হওয়ায় মাঠ ফাঁকা পাওয়া যায় না। এখন গ্রামের মানুষের তেমন একটা কাজ নেই। এ সুযোগে এলাকার মানুষের ব্যতিক্রমী খেলার মাধ্যমে বিনোদন দিতে এ আয়োজন করেছেন।
প্রতিযোগীতায় হরিনাকুন্ডু উপজেলার আবির হোসেন প্রথম, একই উপজেলার প্রান্ত মিয়া দ্বিতীয় ও কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়ার সাগর হোসেনের দল তৃতীয় স্থান লাভ করে। সেরা চালক নির্বাচিত হন বলিদাপাড়ার সোহাগ।
খেলা শেষে প্রথম স্থান অর্জনকারীকে একটি বড় ছাগল, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ছোট ছাগল ও তৃতীয় স্থান অর্জনকারীর হাতে একটি স্মার্ট মোবাইল ফোন তুলে দেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, বিএনপি নেতা গোলাম রব্বানী, প্রভাষক আব্দুল মাজেদ প্রমুখ।
ঢাকা/সোহাগ/এস