গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক কিশোর।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুরে গোপীনাথপুর-খোলঘাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছন।
নিহতরা হলো—মোটরসাইকেলের চালক ইছাখালী দক্ষিণপাড়া গ্রামের পলাশ শেখের ছেলে ও জালালাবাদ ইউনিয়নের পাঁচুরিয়া আলিয়া মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী মারুফ শেখ (১৪) এবং একই গ্রামের বুলবুল ফকিরের ছেলে ও খালিয়া ইউনাইটেড একাডেমির নবম শ্রেণির ছাত্র বাঁধন ফকির (১৪)।
ওসি মীর সাজেদুর রহমান জানিয়েছেন, শুক্রবার সকালে মোটরসাইকেলে করে তিন বন্ধু খালিয়া থেকে দুর্গাপুর বাজারে যাচ্ছিল। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিন জনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মারুফ শেখ ও বাঁধন ফকিরকে মৃত ঘোষণা করেন।
আহত অপর কিশোরের পরিচয় এখনো পাওয়া যায়নি। সে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. বিচিত্র কুমার বিশ্বাস বলেছেন, “সড়ক দুর্ঘটনায় আহত তিন জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার আগেই মারুফ শেখ ও বুলবুল ফকির মারা যায়। আহত কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
ঢাকা/বাদল/রফিক