চায়ের দেশে হাফ ম্যারাথন দৌড়
মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জমকালো আয়োজনে চায়ের দেশ মৌলভীবাজারে ৮শ দৌড়বিদ নিয়ে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন। শুক্রবার (১০ শুক্রবার) কুয়াশার চাদর মোড়ানো ভোরের আলো ফোটার আগেই শহরের শ্রীমঙ্গল রোডের বেঙ্গল কনভেনশন হলের সম্মুখ থেকে শুরু হয় এ হাফ ম্যারাথন।
মৌলভীবাজার রানার্স ক্লাব আয়োজনে ৪র্থ বারে অংশ নেন দেশের বিভিন্ন দৌড়বিদ। আয়োজকরা জানান, জেলার ইতিহাসে বৃহৎ এ আয়োজনে দৌড়বিদদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সমাজে বেশ ইতিবাচক প্রভাব রাখবে এই আয়োজন। মানসিক অবসাদ দূর করে সবার মধ্যে পারস্পরিক সম্পর্কের বন্ধনে চলার পথকে আরো প্রাণবন্ত করে তুলবে।
ভোর সাড়ে ৬টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনের পরই শহরের শাহ মোস্তফা সড়ক হয়ে মৌলভীবাজার সরকারি কলেজের পাশ দিয়ে বর্ষিজোড়া ইকো পার্ক হয়ে সবুজ শ্যামল ঘেরা দেওড়াছড়া চা বাগান, প্রেমনগর চা বাগান ঘুরে শেষ হয় এম সাইফুর রহমান স্টেডিয়ামে। চা বাগানের মাঝ দিয়ে শত শত মানুষের ছুটে চলা। ১৮ বছর থেকে ৭৩ বছরের বৃদ্ধ অংশ নেন এই ম্যারাথনে।
এদিকে মৌলভীবাজারে হাফ ম্যারাথনে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন অনেকে। ঢাকা থেকে আসা নাসরিন আকতার শিমু বলেন, “পছন্দের জায়গা সবুজ চা বাগানের মাঝ দিয়ে যে রাস্তাটা সেখানে দৌড়াতে বেশ ভালো লেগেছে। কুয়াশাচ্ছন্ন সকালটা অনেক সুন্দর ছিল। হাঁটা এবং দৌড়ানো আমার খুব পছন্দের, এটা আমাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখে।”
রাজশাহী থেকে আসা মো. মাহবুবুল আলম বলেন, “দৌড় স্বাস্থ্য মন সবল রাখার জন্য ভালো। সবারই দৌড়ে অংশগ্রহণ করা দরকার।”
প্রতিযোগিতায় অংশ নেওয়া আশরাফুল ইসলাম বলেন, “মৌলভীবাজারে প্রথমবারের মতো ইভেন্টে জয়েন করা। সুস্থ থাকতে হলে জীবনে প্রচুর দৌড়াতে হবে।”
আরেকজন অংশগ্রহণকারী বলেন, “চাকরিজীবীদের সব সময় বসে থাকতে হয়। ফিজিক্যাল অ্যাক্টিভিটিজের মাত্রা কম থাকে। সেক্ষেত্রে নিজেকে যতো ফিজিক্যাল অ্যাক্টিভিটিজের ভেতর রাখা যায়, ততো ফিট থাকা যাবে। এতে আমাদের মানসিক স্বাস্থ্যও ভালো থাকে।”
আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন জেলার ৮শ দৌড়বিদ এখানে অংশ নিয়েছেন। ২৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার দুই ক্যাটাগরিতে আয়োজিত হয় ম্যারাথন। জেলার হাওর তথা বাইক্কাবিলকে মূল থিম করে অনুষ্ঠিত হয় হাফ ম্যারাথন। ১০ কিলোমিটারে পুরুষ বিভাগে ৩৬ মিনিটি ৫১ সেকেন্ডে প্রথম স্থান অর্জন করেন তোফায়েল বিন মোস্তফা। ৩৭ মিনিটি ৩৭ সেকেন্ডে ২য় হয়েছেন দিপু তালুকদার ও ৩৯ মিনিটি ২০ সেকেন্ডে ৩য় হয়েছেন মো. রহিম উদ্দিন। এছাড়া নারী বিভাগে ৫৪ মিনিট ৪২ সেকেন্ডে প্রথম হয়েছেন জাকিয়া আকতার মিম। ৫৫ মিনিটে ২য় হয়েছেন শেখ ফারিয়া জান্নাত পারভীন এবং ৫৫ মিনিট ২৪ সেকেন্ডে ৩য় হয়েছেন আফসানা হালিম।
২১ কিলোমিটারে পুরুষ বিভাগের ১ ঘণ্টা ১৮ মিনিট ৪৩ সেকেন্ডে প্রথম স্থান অর্জন করেন আশরাফুল ইসলাম। ১ ঘণ্টা ২৩ মিনিট ৩৩ সেকেন্ডে ২য় হয়েছেন মো. আমীর হোসেন। ১ ঘণ্টা ২৬ মিনিট ১০ সেকেন্ডে ৩য় হয়েছেন মিলন গোয়ালা। এছাড়াও ২১ কিলোমিটার নারী বিভাগে ২ ঘণ্টা ৮ মিনিট ৩৪ সেকেন্ডে প্রথম স্থান অর্জন তাবাসুম ফেরদৌস। ২ ঘণ্টা ১০ মিনিট ১৯ সেকেন্ডে ২য় স্থান হয়েছেন শাহ তামান্না সিদ্দিকা। ২ ঘণ্টা ১৮ মিনিট ৫৮ সেকেন্ডে ৩য় হয়েছেন মভী সুত্রধর।
আয়োজক ইমন আহমদ বলেন, “এবারের হাফ ম্যারাথনে ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার- এ দুই ক্যাটাগরির দৌড় আয়োজিত হয়। এ আয়োজনের উদ্দেশ্য দৌড়ের মাধ্যমে মানুষকে সুস্থ থাকার বার্তা দেওয়া এবং মৌলভীবাজারের চা-বাগানসহ প্রাকৃতিক সৌন্দর্য উপস্থাপন করা। আমরা এর আগেও বিভিন্ন ধরনের আয়োজন করেছি। এ ধারা অব্যাহত রেখে এমন আয়োজন সামনের দিনগুলোতে আরো করা হবে।”
মৌলভীবাজার রানার্স ক্লাবের এডমিন ডা. সঞ্জীব মীতৈ বলেন, “আমরা সব সময় চাই আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে ও রক্ষা করতে। এবারের ম্যারাথনের মূল থিম ছিল মৌলভীবাজারের হাওর গুলোর বিষয়ে। আমাদের হাওরগুলো পরিবেশের একটা ঐতিহ্য, যা যথাযথ সংরক্ষণই আয়োজনের মাধ্যমে আমরা চেষ্টা করছি।”
ঢাকা/আজিজ/ইমন