চারঘাটে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহীর চারঘাটে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে কয়েকজন যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাজির ঢালান এলাকায় হামলার ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন চারঘাট মডেল থানার ওসি আফজাল হোসেন।
আহত আওয়ামী লীগ নেতার নাম তোজাম্মেল হক তাজমুল (৫৫)। তিনি চারঘাট সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নেতা তাজমুল মোটরসাইকেলে করে কাঁকড়ামারি বাজার থেকে রাওথা বাজারে যাচ্ছিলেন। চার-পাঁচজন যুবক চারঘাট-বাঘা আঞ্চলিক মহাসড়কের হাজির ঢালান এলাকায় তার গতিরোধ করে। তারা তাজমুলকে মোটরসাইকেল থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে দুই হাতে এবং দুই পা কুপিয়ে জখম করে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাজমুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
ওসি আফজাল হোসেন বলেন, “হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে। পূর্ব শত্রুতা নাকি জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হামলাটি হয়েছে এই দুটি বিষয় নিয়ে তদন্ত চলছে। অপরাধীরা শিগগিরই ধরা পড়বে।”
ঢাকা/কেয়া/মাসুদ