গজারিয়ায় স্বাভাবিক হচ্ছে যানজট, যান চলাচলে ধীরগতি
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ধীর গতিতে চলছে যানবাহন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ার অংশে ১৩ কিলোমিটার তীব্র যানজট ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে যান চলাচলে এখনো ধীর গতি রয়েছে।
এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৮ টা থেকে এ তীব্র যানজট সৃষ্টি হয়। বিকাল সোয়া ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট চলাচলে ধীরগতি ছিল।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় যানবাহনের চাপ থাকে। এর মধ্যে গৌরীপুরা সকালে একটি দুর্ঘটনা ঘটেছে। ফলে সড়কে যানবাহনের ধীরগতির সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, “সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর এলাকায় কুমিল্লামুখী সড়কে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি সড়ক থেকে সরাতে সময় লাগে। এতে যানজটের সৃষ্টি হয়। পরে কাভার্ড ভ্যান সরিয়ে নিলে সড়ক স্বাভাবিক হয়। তবে যানবাহন চাপ ও সড়কের উল্টো পথে যানবাহন চলায় সড়কে গতি কমে যায়। যা এখনো অব্যাহত রয়েছে।”
যানজট ও যানবাহনের ধীরগতি নিরসনে পুলিশ কাজ করছে। শিগগিরই সড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।
ঢাকা/রতন/এস