ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

চট্টগ্রামে ১৪ দেশের অংশগ্রহণে চট্টলা রানার্স দৌড় প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ১০ জানুয়ারি ২০২৫  
চট্টগ্রামে ১৪ দেশের অংশগ্রহণে চট্টলা রানার্স দৌড় প্রতিযোগিতা

চট্টগ্রামে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো ‘স্যাম বন্ড-সিআর-১০ কে ২০২৪’ দৌড় প্রতিযোগিতা

‘সব বিপ্লবীদের প্রতি স্যালুট’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রাম নগরে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে চট্টলা রানার্সের আয়োজনে ‘স্যাম বন্ড-সিআর-১০ কে ২০২৪’ দৌড় প্রতিযোগিতা। 

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৬.১৫ টায় নগরের সিআরবি থেকে শুরু হয় এ প্রতিযোগিতা। এরপর টাইগারপাস, লালখান বাজার মোড় হয়ে র‌্যাডিসন ব্লু, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হয়ে চারপাকে ১০ কিলোমিটার ঘুরে ৭.৫৫ মিনিটে শেষ হয়। 

ঠান্ডা ও কুয়াশাকে উপেক্ষা করে বিভিন্ন বয়সী নারী এবং পুরুষ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন। ছেলে, মেয়ে এবং বয়স ভেদে ভিন্ন ভিন্ন ছয়টি বিভাগে মোট ৭৬৭ জন পেশাদার ও অপেশাদার দৌড়বিদ এতে অংশ নিয়েছেন।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক পদ্ধতিতে- চিপ টাইমিং সিস্টেমে ইভেন্টের সকল প্রতিযোগীর সময় রেকর্ড করা হয় এবং বিজয়ী নির্ধারণ করা হয়। একশ’ মিনিটের মধ্যে রেস শেষ করা সব দৌড়বিদদের সম্মাননা হিসেবে মেডেল প্রদান করা হয়।

এবারের প্রতিযোগিতায় মূল বিভাগে ৭৬৭ জন প্রতিযোগীর মধ্যে প্রথম হয়েছেন মোহাম্মদ সুজন (৩৭.২৩.৭১), দ্বিতীয় হয়েছেন মো. জাকির হোসেন (৩৮.৩৭.৪৫), তৃতীয় হয়েছেন মো. মুন্নিল ইসলাম (৩৮.৩৯.৭৯), চতুর্থ হয়েছেন আসাদুর রহমান মিয়া (৩৯.৫৯.৭৯), পঞ্চম হয়েছেন মোহাম্মদ ইফতি (৪০.১৭.০১)। 

সকল বয়সী নারী প্রতিযোগীদের মধ্যে প্রথম হয়েছেন ফাতিমা সাদাতি (৫৮.৩০.৩১), দ্বিতীয় হয়েছেন আজাদা আরিফি (৫৮.৪৪.১৩), তৃতীয় হয়েছেন আসিফা রিজাই (৫৮.৪৯.০৩), চতুর্থ হয়েছেন মো. ওচিং মারমা এবং পঞ্চম হয়েছেন ফারসিতা বুসতানি। 

৪০ থেকে ৪৯ বছর বয়সী প্রতিযোগীর মধ্যে প্রথম হয়েছেন আবু মো. জুলফিকাদ আজাদ (৪৬.২৯.২৩), দ্বিতীয় হয়েছেন মো. ইনামুল হক (৪৮.৩০.২৮) এবং তৃতীয় হয়েছেন মো. শাহিন শেখ (৪৯.১০.০১)। 

৫০ থেকে ৫৯ বছর বয়সী প্রতিযোগীর মধ্যে প্রথম হয়েছেন মো. তৈয়ব (৪৭.৪১.২৫), দ্বিতীয় হয়েছেন মো. তোফাজ্জল হোসেন (৫১.০৩.৬৯) এবং তৃতীয় হয়েছেন নেপাল ভৌমিক (৫১.১৭.৯৮)।

৬০ বা তার ঊর্ধ্ব বয়সীদের মধ্যে প্রথম হয়েছেন মৃদুল কান্তি সিংহ (৫৭.৪৭.১২), দ্বিতীয় হয়েছেন মো. সাইদ হোসেন (৬২.০২) এবং তৃতীয় হয়েছেন স্বাধীন দাস (৭১.০৯)। 

১৪ থেকে ১৮ বছরের নিচে প্রথম হয়েছেন মাহফুজুর রহমান (৩৯.১৮.৩৯), দ্বিতীয় হয়েছেন আসাদুর রহমান মিয়া (৩৯.৫৯.৭৫) এবং তৃতীয় হয়েছেন আকিফ আবিদ আকিল (৪৪.২৪.৬৬)।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার (মেডেল) প্রদান করেন চট্টগ্রামের হয়ে প্রথম এভারেস্ট পর্বত আরোহী ডা. বাবর আলী, চট্টগ্রামের প্রথম আইরন ম‍্যান ৭০.৩ সম্পন্ন করা অফিসিয়াল অ্যাথলেট শেখ নাহিদ উদ্দিন।

অনুষ্ঠানে অ্যাডভেঞ্চার স্পোর্টসে সফলতা অর্জনের জন‍্য চট্টগ্রামের তিন তরুণ ও একটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ২০২৪ সালে বেশ কয়েকটি সুউচ্চ পর্বত সামিত অভিযান সম্পন্ন করায় সংবর্ধিত হয়েছে ভার্রটিকাল ডিরিমারস। 

আরও সংবর্ধিত হয়েছেন চট্টগ্রামের প্রথম এভারেস্ট পর্বত আরোহী ডা. বাবর আলী, সাইকেল নিয়ে এভারেস্ট বেইস ক্যাম্প অভিযান সম্পন্নকারী এবং রেকর্ডধারী তরুণ তান্মত বিল খায়ের, চট্টগ্রামের প্রথম আইরন ম‍্যান ৭০.৩ সম্পন্ন করা অফিসিয়াল অ্যাথলেট শেখ নাহিদ উদ্দিন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্যাম বন্ডের চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস, হেড অফ সেলস এন্ড মার্কেটিং এ কে এম মাহমুদুল হাসান, এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মুজাহিদ উল ইসলাম, ট্যাভেল প‍্যো’র স্বত্বাধিকারী মোহাম্মাদ দেলোয়ার, চট্টলা রানার্সের উপদেষ্টা প্রদীপ দেব, কেসি বিকাশ, আরিফ, রাজিব ঘোস, মো. জহির উদ্দিন, ইনামুল হক, চট্টলা রানার্সের সহ-প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান মনি, অ্যাডমিন এবং রেস লিড সাইফুল মোহাম্মাদ শ্রাবণ।

ঢাকা/রেজাউল/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়