ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফরিদপুরের বোয়ালমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাবেক কাউন্সিলরসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর দুই জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে বোয়ালমারী পৌরসভার গুনবহা তালতলা বাজারে ঘটনাটি ঘট।
বোয়ালমারী থানার ওসি মো. গোলাম রসুল বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
আহতরা হলেন- ফরিদ হোসেন, টুলু শেখ, মোহাম্মাদ জাহিদ, আকিম বিশ্বাস, নাসির মল্লিক, মোহাম্মদ আলী, ওমর মল্লিক, জাকারিয়া মাহমুদ, সিরাজুল হক, মারুফ মল্লিক, মিলন মল্লিক, আহাদ মল্লিকসহ ২০ জন।
সিঙ্গারা খাওয়া নিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার তালতলা বাজারে হোটেল ব্যবসায়ী বিল্লাল মল্লিকের সঙ্গে বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর ফরিদ হোসেন মোল্যার ছেলে মো. রাহুল মোল্যার (২৩) কথা কাটাকাটি হয়। এরই জেরে বিল্লাল মল্লিকের হোটেলে ভাঙচুর করেন রাহুল ও তার সহযোগী কয়েকজন। ঘটনার পর ফরিদ হোসেন বিষয়টি জানতে পেরে ক্ষতিপূরণ বাবদ বিল্লাল মল্লিককে দুই হাজার টাকা দেন। বিল্লাল সে টাকা না নিয়ে শনিবার (১১ জানুয়ারি) সালিশ মীমাংসায় বসার কথা বলেন।
আজ শুক্রবার সকালে হোটেল মালিকের ভাই আওয়ামী লীগ নেতা নাসির মল্লিকের নেতৃত্বে একদল লোক ফরিদ হোসেন মোল্যার সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এতে আহত হন ২০ জন। আহতদের মধ্যে আওয়ামী লীগ নেতা নাসির মল্লিকের ভাই ওমর মল্লিক ও ফরিদ কাউন্সিলের সমর্থক দুলু শেখের ছেলে রাজা শেখ গুরুতর আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাসির মল্লিক বলেন, “আমার ভাই বিল্লালের সঙ্গে লেনদেন ছিল ফরিদ কাউন্সিলের ছেলে রাহুলের। বিল্লাল টাকা পরিশোধ করলেও রাহুল সিঙ্গার খেয়ে বিল না দিলে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে আজ সকালে আমার দলের লোকজনের উপর হামলা চালায় তারা।”
বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর ফরিদ হোসেন বলেন, “আমার ছেলে বিল্লালের কাছে ৫ হাজার টাকা পায়। সে বিল্লালের দোকান থেকে ২০ টাকার সিঙ্গারা খেয়েছিল। সে টাকা না দেওয়ায় কথা-কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা নাসির মল্লিক তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমিসহ আমার সমর্থক ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”
ঢাকা/তামিম/মাসুদ