মুন্সীগঞ্জে মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত ২
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষে অদুদ বেপারী (৩৫) ও নাঈম (৩০) নামে ২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে নৌপুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অদুদ বেপারী ও নাঈমের বাড়ি গজারিয়ার গুয়াগাছিয়ায়।
গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন বলেন, “নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সাথে রাতের অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে দুই জন নিহত হয়। তবে কতজন আহত হয়েছে তা এখনও জানতে পারিনি। শুনেছি স্পিডবোটে ১০-১২ জন ছিলো।”
গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, হাসপাতালে তিনজনকে আনা হয়েছিলো। তাদের মধ্যে দুইজনকে নিহত অবস্থায় অবস্থায় আনা হয়। বাকি একজন গুরুতর আহত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “নিহত দুজনের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটলো এ ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি।”
ঢাকা/রতন/টিপু