হবিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
হবিগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
হবিগঞ্জের আজমিরীগঞ্জে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শরিফুল মিয়া (৬) ও মুনতাহা আক্তার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু শরিফুল কামালপুর গ্রামের আরশ আলীর ছেলে ও মুনতাহা আরশ আলীর প্রতিবেশী লোকসাম মিয়ার কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু শরিফুল ও মুনতাহা বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর পুকুরের পাশ দিয়ে যাতায়াতের সময় স্থানীয় লোকজন তাদের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুই শিশুকেই মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় ইউপি সদস্য জোবাইর আহমেদ জাবেদ পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। শিশুদের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের আবেদন করেছেন।
ঢাকা/আজহারুল/ইমন