ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

পঞ্চগড়ে কাটেনি শৈত্যপ্রবাহ

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ১১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১১:০৯, ১১ জানুয়ারি ২০২৫
পঞ্চগড়ে কাটেনি শৈত্যপ্রবাহ

ফাইল ফটো

উত্তরের জেলা পঞ্চগড়ে একদিনের ব্যবধানে দিনের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। তবে শৈত্যপ্রবাহ কাটেনি এখনো। মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহে নেমেছে এখানকার শীত পরিস্থিতি। বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এদিন কুয়াশা ভেদ করে দ্রুতই দেখা মিলেছে সূর্যের।

এর আগে, শুক্রবার একই সময়ে এখানে তাপমাত্রা রেকর্ড হয় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্যমতে, ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। সে হিসেবে এ এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

হিমালয়ের নিকটবর্তী এ জেলায় তুলনামূলক শীতের তীব্রতা বরাবরই বেশি থাকে। মৌসুমের প্রায় অধিকাংশ দিনেই তাপমাত্রার পারদ অনেক নিচে থাকে এখানে। এ বছরও তীব্র শীত অনুভূত হচ্ছে। রাত থেকে সকাল অবধি বেশি শীত থাকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়ে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “আজকে (শনিবার) এখানে সর্বনিম্ন ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিলো ৮৬ শতাংশ। দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে।”

ঢাকা/নাঈম/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়