ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ১১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:০৫, ১১ জানুয়ারি ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের ওপারে শহিদুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

তিনি দাবি করেছেন, বিএসএফ সদস্যরা তার ওপর গুলি চালিয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ভারতে এ ঘটনা ঘটে।

শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘‘গত রাতে সীমান্তের ওপারে গুলির শব্দ পেয়েছি। তবে, কারা গুলি চালিয়েছে তা এখনো নিশ্চিত নই। বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। তাদের সঙ্গে আলোচনা ও তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।’’

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, ‘‘গভীর রাতে আট-নয় রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে।’’

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ‘‘শনিবার সকালে গুলিবিদ্ধ গুরুতর আহতাবস্থায় শহিদুল ইসলাম নামের এক যুবককে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বিএসএফের গুলিতে আহত হয়েছেন বলে জানিয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।’’

তবে, সীমান্তের ওপারে শহিদুল কেন গিয়েছিলেন কিংবা তার সঙ্গে আর কেউ ছিল কিনা তা এখনো জানা যায়নি।

ঢাকা/মেহেদী/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়