ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ১১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:০৩, ১১ জানুয়ারি ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

হাসপাতালে চিকিৎসাধীন শহিদুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ভারতে এ ঘটনা ঘটে।

আহত শহিদুল ইসলাম (২২) শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়ার আনারুল ইসলামের ছেলে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সীমান্তে বসবাসকারী কয়েকজন অভিযোগ করেন, গত রাতে আজমতপুর সীমান্ত দিয়ে ভারতে মাদক কারবারের জন্য অনুপ্রবেশ করেছিলেন শহিদুলসহ আরো কয়েকজন। সে সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে শহিদুল গুলিবিদ্ধ হন। পরে সঙ্গে থাকা সহযোগীরা তাকে বাংলাদেশে নিয়ে আসেন।

স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, ‘‘গভীর রাতে আট-নয় রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। এতে শহিদুল ইসলাম নামে এক যুবক আহত হয়েছেন।’’

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘‘শুক্রবার দিবাগত রাতে শহিদুলসহ আরো কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা গুলি করলে শহিদুল আহত হন। পরে সীমান্তের এপার থেকে ২৫ বোতল ফেনসিডিল, একটি টর্চ লাইট ও হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।’’

এদিকে, আহত শহিদুল ইসলাম স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ‘‘শহিদুলের বুকের ডান পাশে গুলি লেগেছে। অস্ত্রোপচারের মাধ্যমে গুলি অপসারণ করা হবে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।’’

ঢাকা/শিয়াম/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়