বান্দরবানে অনুপ্রবেশকালে মিয়ানমারের ৫৮ নাগরিক আটক
বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শনিবার বান্দরবানের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের ৫৮ নাগরিককে আটক করেছে বিজিবি
বান্দরবানে আলীকদম উপজেলার দুর্গম এলাকা বুচিরমুখে অভিযান চালিয়ে মিয়ানমারের ৫৮ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বাংলাদেশি ৫ দালালকে আটক করা হয়েছে। মিয়ানমারের ওই নাগরিকরা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।
শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ অভিযান চালায় বিজিবির একটি দল।
মানবপাচারের সঙ্গে জড়িত পাঁচ দালাল হলেন— খুইল্যামিয়া পাড়ার মো. আব্দুর রহিমের ছেলে মো. নজরুল ইসলাম (৪০), আলীকদম দক্ষিণ নয়া পাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), নয়া পাড়ার মো. সোনা মিয়ার ছেলে মো. জামাল উদ্দিন (২৭), চৈক্ষ্যং ইউনিয়নের মৃত আবুল হোসেনের ছেলে মো. আবু হুজাইফা (৩২) এবং আলীকদম নয়া পাড়ার মৃত আনু মিয়ার ছেলে মো. খোরশেদ আলম (৫৭)।
স্থানীয়রা জানিয়েছেন, দালাল চক্রটি দীর্ঘদিন ধরে মোটা অংকের অর্থের বিনিময়ে মিয়ানমারের নাগরিকদের আলিকদমের সীমান্তে গহিন পাহাড়ি পথ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশে সহায়তা করছিল।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৫টার সময় গোপন সংবাদ পেয়ে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) জেসিও মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে আনুমানিক ৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণ দিকে আলীকদম উপজেলার ৩ নম্বর নয়া পাড়া ইউনিয়নের বুচিরমুখে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৩৬ শিশুকে আটক করা হয়। মানবপাচারের সঙ্গে জড়িত ৫ বাংলাদেশি দালালকেও আটক করে বিজিবি।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন জানিয়েছেন, আটককৃতদের মিয়ানমারে পুশব্যাক করা ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এর আগে ২০২৪ সালের ১১ নভেম্বর আলীকদম উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিনটি পৃথক অভিযানে কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৩১ শিশুসহ ৫০ জনকে আটক করা হয়েছিল।
ঢাকা/চাইমং/রফিক