পতিত সরকারের প্রধান দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন: মিলন
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, “পতিত সরকারের প্রধান দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। ভারত থেকে বই ছাপিয়ে দেশের অর্থ বিদেশে পাঠিয়ে দিয়েছেন। আমরা বিএনপি আমলে নকলমুক্ত আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলাম। অথচ গত ১৬টি বছর শিক্ষার্থীদের নকলমুখী করার চেষ্টা চালিয়েছে হাসিনা সরকার।”
শনিবার (১১ জানুয়ারি) বরুড়ার ঘোশবাস দক্ষিণ ইউনিয়নের ভদ্রারপাড় গ্রামে আল-মাদিনা আইডিয়াল মাদরাসা আয়োজিত মেধাবৃত্তি, শিক্ষাসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আ ন ম এহসানুল হক মিলন বলেন, “জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরকে হাসিনা সরকার অন্যায়ভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দন করেছে। আমরা ক্ষমতায় আসলে এটি পুনরুদ্ধার করব।”
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৮ আসনের সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের (সুমন), ময়মসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুব আলম, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম আল আজীজ লেলিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাজমুল হাসান পলাশ প্রমুখ। অনুষ্ঠানে আল- মাদিনা আইডিয়াল মাদরাসার প্রতিষ্ঠাতা জাকির হুসাইন সভাপতিত্বে করেন।
ঢাকা/রুবেল/মাসুদ