ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

জামায়াত ক্ষমতায় এলে বৈষম্য থাকবে না: ডা. মু. তাহের 

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ১১ জানুয়ারি ২০২৫  
জামায়াত ক্ষমতায় এলে বৈষম্য থাকবে না: ডা. মু. তাহের 

ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের

দেশে জামায়াতে ইসলামী বাংলাদেশ সরকার গঠন করলে বৈষম্য থাকবে না বলে মন্তব্য করেছেন দলের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের। তিনি বলেন, ‘‘এ বাংলায় যদি জামায়াত সরকার গঠন করে, সেখানে বৈষম্য থাকবে না এবং অমুসলিমরা পূর্ণ স্বাধীনতার স্বাদ পাবে। সকল ধর্মের মানুষ ন্যায়বিচার পাবে।’’ 

শনিবার (১১ জানুয়ারি) চাঁদপুরের নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শাহরাস্তি উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বলেন, ‘‘ফ্যাসিবাদ সরকারের সহায়তায় দেশের টাকা নিয়ে বিদেশে পালায়নকারীদের ছাড় নেই এবং তাদের বিচার হবে। রাজনৈতিক দলের মত ও কর্মসূচির পার্থক্য থাকবে কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব, টেকসই গণতন্ত্র, দূর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন ও সুষ্ঠু-নিরপেক্ষ-সুন্দর নির্বাচনে জাতীয় ঐক্য চায় জামায়াত।’’ 

আরো পড়ুন:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জামায়াত ইসলামীর আমীরের মু. মোস্তফা কামালের সভাপতিত্বে এবং শাহরাস্তি পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দলের নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ মোবারক হোসেন, মজলিশের সুরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জেলা নায়েবে আমীর নাজমুল ইসলাম বুলবুল প্রমুখ।

ঢাকা/জয়/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়