ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ভাইয়ের মারধরে ছোট বোনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ১১ জানুয়ারি ২০২৫  
ভাইয়ের মারধরে ছোট বোনের মৃত্যু

শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে বড় ভাইয়ের মারধরে আহত মানসিক ভারসাম্যহীন বোনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে আহত জ্যোতি বেগমের (২৭) মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর আলম জনিকে (৩০) আটক করেছে পুলিশ।

এর আগে গতকাল শুক্রবার (১০ জানুয়ারি রাতে) মারধরের ঘটনাটি ঘটে। নিহত জ্যোতি তারাকান্দি গ্রামের রেজাউল করিম বাবুলের সন্তান। 

আরো পড়ুন:

শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে বড় ভাই জনি তার মানসিক ভারসাম্যহীন ছোট বোন জ্যোতিকে পিটিয়ে আহত করেন। আজ শনিবার সকালে জ্যোতি বাড়িতে মারা যান। খবর দেওয়া হলে দুপুরে ঘটনাস্থল গিয়ে জ্যোতির মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে অভিযুক্ত জনিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এসআই আনোয়ার হোসেন বলেন, ‍“মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

ঢাকা/তারিকুল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়