সরাইলে পলিথিন উৎপাদনকারীকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে কামাল মিয়া (৪০) নামে কারখানা মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
শনিবার (১১ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামে পলিথিন তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করা হয়। কামাল মিয়ার বাড়ি জেলার বিজয়নগর উপজেলায়।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন জানান, অবৈধভাবে পলিথিন প্রস্তুত করার খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানায় মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ঢাকা/রুবেল/বকুল