‘তন্ত্রমন্ত্রের’ পাতা খেলা দেখতে মানুষের ভিড়
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দিনাজপুরের হাকিমপুরে অনুষ্ঠিত পাতা খেলা
গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ‘তন্ত্রমন্ত্র’ দিয়ে সাপ ও মানুষরূপী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের হাকিমপুরে। দীর্ঘদিন পর এই খেলা দেখতে মাঠে ভিড় করেছিলেন হাজারো নারী-পুরুষ।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার বোয়ালদাড় গ্রামে যুব উন্নয়ন সংগঠনের আয়োজনে বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ মাঠে এই পাতা খেলা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে ছয়টি তান্ত্রিক দল খেলায় অংশ নিতে এই মাঠে আসেন। নিজ নিজ মন্ত্র দিয়ে সাপ ও পাতারূপী মানুষকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন তারা। যে দল নিজেদের মন্ত্রের মাধ্যমে সাপ ও মানুষরূপী পাতাকে নিজের দিকে বেশি টানতে পারবে, সেই দলই পয়েন্ট পাবে। পরে পয়েন্ট হিসেব করে বিজয়ী ঘোষণা করা হয়। খেলার সময় মাঠজুড়ে নারী-পুরুষ, শিশু-কিশোরদের ব্যাপক ভিড় ছিল। খেলা শেষে বিজয়ী দলকে খাসি ও পরাজিত দলকে রাজহাঁস উপহার দেওয়া হয়।
দর্শক রুহুল আমিন বলেন, “আগে যখন টিভি ও মোবাইল ছিল না, তখন এই ধরনের খেলা নিয়মিত আয়োজন করা হতো এলাকাতে। এসব গ্রাম্য খেলা ছিল আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম।”
অপর দর্শক জাকির বলেন, “অনেক দিন পর এই খেলা দেখতে পেয়ে খুবই ভালো লেগেছে। আমরা চাই প্রতিবছর যেন এরকম খেলার আয়োজন করা হয়।”
আয়োজক এসএ নাসিম বলেন, “আমরা ছোটবেলা থেকেই এই খেলার নাম শুনে এসেছি। কিন্তু কখনও দেখা হয়নি। আগে বিভিন্ন এলাকায় খেলাটি হতো। দীর্ঘদিন ধরে আয়োজন না করায় ঐতিহ্যবাহী খেলাটি আজ হারিয়ে যেতে বসেছে। তাই খেলাটি ধরে রাখতে এই আয়োজন। স্থানীয়ভাবে আর্থিক সহযোগিতা পেলে মানুষকে আনন্দ দিতে প্রতিবছর এমন আয়োজনের চিন্তাভাবনা করছি।”
ঢাকা/মোসলেম/এস