ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ১১ জানুয়ারি ২০২৫  
কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত ১

ঘাতক ট্রাক

কুষ্টিয়ায় গড়াই সেতুর টোল প্লাজার কাছে ড্রাম ট্রাকের ধাক্কায় রাজু আহমেদ (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত আরও তিন জন।

শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে গড়াই সেতুর নিকট এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু আহমেদ কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া গ্রামের মাসুদ আলীর ছেলে। আহতদের বাড়িও একই এলাকায়।


দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখলে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। 

কুষ্টিয়া হাইওয়ে থানার (ওসি) সৈয়দ আল মামুন জানান, ভ্যানে করে তিন জন টিউবয়েল মিস্ত্রি কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় গড়াই নদী থেকে একটি ড্রাম ট্রাক কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাজু আহমেদ নিহত হর। আসলাম, মিরাজুল ও বিল্লাল নামে তিন ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

তিনি বলেন, “নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ড্রাম ট্রাকটি আটক করা গেছে। তবে চালক পলাতক রয়েছে।”

ঢাকা/কাঞ্চন/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়