ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সুনামগঞ্জের সাংবাদিক ও আইনজীবী আনোয়ার হোসেন আর নেই

সুনামগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ১২ জানুয়ারি ২০২৫  
সুনামগঞ্জের সাংবাদিক ও আইনজীবী আনোয়ার হোসেন আর নেই

সুনামগঞ্জের স্থানীয় সাংবাদিক ও আইনজীবী আনোয়ার হোসেন আর নেই।

শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। 

জেলা আইনজীবী সমিতির এ সদস্য পৌর শহরের বাঁধনপাড়া এলাকার বাসিন্দা। তিনি দৈনিক সময়ের আলো পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ছিলেন।

তার ভাতিজা জাকির হোসেন জানান, শনিবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন আনোয়ার হোসেন। পরিবারের লোকজন তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে রেফার করেন। সিলেটে যাওয়ার পথে মারা যান তিনি। 

আনোয়ার হোসেনের বাবা সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দরিয়াবাজ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হোসেন। আনোয়ার হোসেন ব্যক্তিগতভাবে অবিবাহিত। তিনি মা-বাবা, ১ ভাই, ৩ বোন, ভাতিজা-ভাতিজিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাজা আজ (রবিবার) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি সম্মুখে এবং ২য় জানাজা দুপুর ২টায় সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দড়িয়াবাজে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

আনোয়ার হোসেনের অকাল মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি, সুনামগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, জেলা আইনজীবী সহকারি সমিতিসহ শহরের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন শোক প্রকাশ করেছেন। তারা পৃথক শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ঢাকা/মনোয়ার/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়