ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কিশোরগঞ্জে রাস্তার পাশে পড়ে ছিল অটোরিকশা চালকের লাশ  

কিশোরগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ১২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৪৩, ১২ জানুয়ারি ২০২৫
কিশোরগঞ্জে রাস্তার পাশে পড়ে ছিল অটোরিকশা চালকের লাশ  

মীর হোসেন। ফাইল ছবি

কিশোরগঞ্জে রাস্তার পাশ থেকে মীর হোসেন (৬২) নামে এক অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাশের ধান ক্ষেতে পড়ে ছিল তার ব্যাটারিচালিত অটোরিকশাটি।

নিহত মীর হোসেন সদর উপজেলার তারাপাশা এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। 

রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিসিক শিল্প নগরী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মীর হোসেন প্রতিদিনের মত শনিবার সন্ধ্যায় রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিসিক শিল্প নগরী এলাকায় রাস্তার পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করলে স্বজনরা এসে মরদেহ সনাক্ত করেন। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান চলমান আছে। এছাড়া এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঢাকা/রুমন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়