ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন 

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ১২ জানুয়ারি ২০২৫  
ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন 

পিলখানা হত্যাকাণ্ডে হওয়া মামলায় দণ্ডিত বিডিআর সদস্যদের কারামুক্তি, মামলার পুনঃতদন্ত, ন্যায়বিচার নিশ্চিত ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ‘বিডিআর কল্যাণ পরিষদ’ ঝালকাঠি জেলা শাখার ব্যানারে চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা এবং তাদের পরিবারের স্বজনরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন- ডিএডি সাখাওয়াত হোসেন, হাবিলদার গিয়াস উদ্দিন, নায়েক জাহাঙ্গীর হোসেন ও জেসমিন আক্তারসহ অনেকে।

মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা নিজেদের নির্দোষ দাবি করে বলেন, “ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও তার দোসরদের চক্রান্তে বিডিআর বিদ্রোহের নাটক জানানো হয়। সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যার পর নির্দোষ সৈনিকদের চাকুরিচ্যুত ও সাজা দিয়ে লোক দেখানো তদন্তের নামে ঘটনা ধামাচাপা দেওয়া হয়।” 

এ সময় সাজার মেয়াদ শেষ হওয়ার পরও নিরাপদ যে সকল বিডিআর সদস্য জেলবন্দী আছেন তাদের মুক্তিরও দাবি করেন বক্তারা।

ঢাকা/অলোক/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়