ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৯ ১৪৩১

বগুড়ায় ৩ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ১২ জানুয়ারি ২০২৫  
বগুড়ায় ৩ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

বগুড়া শহরে স্বাধীন তদন্ত কমিশনকে স্বাধীনভাবে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদঘাটন করাসহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্যরা। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে জিরোপয়েন্ট সাতমাথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তিন দফা দাবির মধ্যে রয়েছে, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের কারণে ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহাল, দীর্ঘ ১৬ বছর ধরে কারাবন্দি নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি এবং স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদঘাটন ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করা।

২০০৯ সালের চাকরিচ্যুত সকল বিডিআর, কারাবন্দি বিডিআর সদস্যের পরিবার ও বিডিআর কল্যাণ পরিষদের আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিচ্যুত ডিএডি নজরুল ইসলাম, বগুড়া জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ, বিডিআর কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক জিয়াউল হক জিয়া, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক আল জাবের, সাকিব খান প্রমুখ।

আরো পড়ুন:

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক সাকিব খান বলেন, ‘‘যারা এক সময় আমাদের সীমান্তে নিরাপত্তা দিতেন, তাদের মিথ্যা মামলায় জেলখানায় পচে মরতে হয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই, শহীদদের বুকের রক্তের ওপর দাঁড়িয়ে আপনাদের সরকার গঠন করা হয়েছে, যদি এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়ন করতে না পারেন, তাহলে ক্ষমতা থেকে সরে যান।’’

ঢাকা/এনাম/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়