ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৯ ১৪৩১

রাজবাড়ী-কুষ্টিয়া বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ১২ জানুয়ারি ২০২৫  
রাজবাড়ী-কুষ্টিয়া বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে গতকাল শনিবার থেকে রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রবিবারও (১২ জানুয়ারি) এই রুটে বাস চলাচল করেনি। ফলে এই রুটে চলাচলকারী যাত্রীরা বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে তারা অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত ও বিভিন্ন ধরনের যানবাহনে করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

গতকাল শনিবার কুষ্টিয়ায় রাজবাড়ীর রাজমহল বাসের শ্রমিকদের সঙ্গে কুষ্টিয়ার একটি বাসের শ্রমিকদের হাতাহাতি হয়। পরে কুষ্টিয়ার ওই বাসটি রাজবাড়ী পৌঁছালে রাজবাড়ীর পরিবহন শ্রমিকরা ওই বাসের শ্রমিকদের মারধর করে। এরেই জেরে কুষ্টিয়া ও রাজবাড়ীর মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

রাজবাড়ী পরিবহন শ্রমিকরা জানান, কুষ্টিয়া ও রাজবাড়ীর মধ্যে যৌথভাবে বাস চলে। মোট সড়কের বেশির ভাগ রাজবাড়ীর অংশে পড়ায় তাদের দুই ট্রিপ ও কুষ্টিয়ার এক ট্রিপ বাস চলে। এতে কুষ্টিয়ার শ্রমিকরা ক্ষিপ্ত। যেকারণে মাঝে মধ্যেই কুষ্টিয়ার শ্রমিকরা তাদের ওপর চড়াও হয়।

আরো পড়ুন:

রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, “শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে দুই জেলার মধ্যে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বিকেলে বিষয়টি নিয়ে রাজবাড়ীর সীমান্ত এলাকা শিয়ালডাঙ্গায় দুই পক্ষের বসার কথা রয়েছে। আশা করছি, বৈঠকে বিষয়টির মীমাংসা হয়ে যাবে।”

ঢাকার সাভার থেকে রাজবাড়ী আসা তুহিন শেখ জানান, তিনি কুষ্টিয়া যাবেন। দৌলতদিয়া ঘাটে এসে জানতে পারেন বাস বন্ধ। সেখান থেকে মাহেন্দ্রতে করে রাজবাড়ী শহরে এসেছেন। রাজবাড়ী থেকে ছোট যানে করে কুষ্টিয়া যাবেন। পথে তাকে কয়েকবার যান পরিবর্তন করতে হবে বলেও জানান তিনি।

ঢাকা/রবিউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়