ঢাকা     সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৯ ১৪৩১

বাগেরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ১২ জানুয়ারি ২০২৫  
বাগেরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

গেটম্যানের বিচার দাবিতে স্থানীয়রা বিক্ষোভ করেন

বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মরিয়ম নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মরিয়ম দিগরাজ এলাকার রোকন শেখের মেয়ে। সে মায়ের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল।

মরিয়মের মৃত্যুর খবরে বিকালে স্থানীয়রা বিক্ষোভ শুরু করে। তারা রেল ক্রসিংয়ের গেটম্যানের দায়িত্বহীনতার অভিযোগ তুলে বিচারের দাবিতে রেললাইন ও আশপাশের সড়ক অবরোধ করে। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে‌।

স্থানীয় বাসিন্দা হেলাল শেখ বলেন, “মরিয়ম স্কুল শেষে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল। রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায়। রেল ক্রসিংয়ে গেটম্যান যদি সময়মতো গেট ফেলে দিতেন, তাহলে এ দুর্ঘটনা ঘটত না। আমরা গেটম্যানের বিচার চাই।”

আরো পড়ুন:

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঢাকা/শহিদুল/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়