ঢাকা     সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৯ ১৪৩১

গোপালগঞ্জে চাঁদাবাজি করতে গিয়ে ২ সাংবাদিক গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ১২ জানুয়ারি ২০২৫  
গোপালগঞ্জে চাঁদাবাজি করতে গিয়ে ২ সাংবাদিক গ্রেপ্তার

গোপালগঞ্জে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার দুই সাংবাদিক

গোপালগঞ্জে চাঁদাবাজি করতে গিয়ে শফিকুল ইসলাম ও ইকবাল মিয়া নামে তথাকথিত দুই সাংবাদিককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

এ ঘটনায় চাঁদাবাজীর মামলা দায়েরের পর আজ রবিবার (১২ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাদের দুজনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (১১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার নিজড়া এলাকা থেকে স্থানীয় জনতা তাদেরকে পুলিশে সোপর্দ করে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত তথাকথিত সাংবাদিকরা হলেন- গোপালগঞ্জ শহরের বিসিক এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম। তিনি ‘আজকের বাংলাদেশ’সহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকের গোপালগঞ্জ প্রতিনিধি। অপর সাংবাদিক ইকবাল মিয়া টুঙ্গিপাড়া উপজেলার বাসিন্দা। তিনি ‘ভোরের সময়’ নামের একটি অনলাইন পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির সাজেদুর রহমান জানান, বিকেলে সদর উপজেলার নিজড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়ির পাশে ড্রেজার দিয়ে মাটি কাটছিলেন। এসময় ওই দুই সাংবাদিক গিয়ে তার কাছে চাঁদা দাবি করেন। এসময় স্থানীয় জনতা ও ড্রেজার মালিক তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

ওসি বলেন, “এ ঘটনায় ড্রেজার মালিক লিটন বাদী হয়ে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। চাঁদাবাজীর মামলা দায়েরের পর আজ রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

ঢাকা/বাদল/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়