সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ আটক ১
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
স্বর্ণের বার, মোবাইল ও টাকাসহ আটক ব্যক্তি
ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ মো. কামাল হোসেন (৩৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক কামাল হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের মো. খোকন সরদারের ছেলে। এর আগে দুপুরে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বাজারের পূর্ব পার্শ্বে অভিযান চালিয়ে স্বর্ণসহ তাকে আটক করা হয়।
রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির হাবিলদার মো. খবির হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা কাকডাঙ্গা বাজারের পূর্ব পাশে অবস্থান নেয়। এসময় কাকডাঙ্গা বাজারের পাকা রাস্তা দিয়ে বাইসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় মো. কামাল হোসেনকে আটক করে।
সেসময় তার কোমরের বাম পাশে লুঙ্গির সাথে স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বাইসাইকেল, মোবাইল ফোনসহ নগদ ১৬০০ টাকা জব্দ করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৬০ গ্রাম ৭৬০ মিলিগ্রাম। যার বাজার মূল্য প্রায় ৩০ লাখ ৯১ হাজার ৫৭১ টাকা।
তিনি আরও জানান, আটক মো. কামাল হোসেনকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
ঢাকা/শাহীন/এস