কুষ্টিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কুষ্টিয়ার মিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আল-আমিন (২৫) নামে এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (১২ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের চাঁদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন পশ্চিম রানা খড়িয়া গ্রামের রবিউল সরদারের ছেলে। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আসাদুলের সঙ্গে আল-আমিনের পূর্ব বিরোধ ছিল। রবিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আল-আমিনকে ছুরিকাঘাত করেন আসাদুল। দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা/কাঞ্চন/রাজীব