ঢাকা     সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

এবার কুমিল্লা সীমান্তে কাঁটাতারের বেড়া বিএসএফের, গুলির হুমকি

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ১৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:৩১, ১৩ জানুয়ারি ২০২৫

লালমনিরহাট, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পর এবার কুমিল্লা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

সীমান্তের বাসিন্দাদের অভিযোগ, আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার সীমান্তঘেঁষা একটি পুকুর পাড়ে বেড়া নির্মাণ করছে বিএসএফ। অভিযোগ করলে তাদের গুলি করার হুমকি দেওয়া হয়েছে বলেও জানান তারা। 

স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরটির এক তৃতীয়াংশ ভারতে। বাকি একাংশ বাংলাদেশে পড়েছে। তবে, উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসলসহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করেন।

আরো পড়ুন:

সোমবার (১৩ জানুয়ারি) সরেজমিনে শাহপুরের সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, বিএসএফ সদস্যরা শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছেন। এ ঘটনায় উভয় দেশের সীমান্তে আতঙ্ক বিরাজ করছে।

শাহপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, ‘‘সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দেওয়ার নিয়ম নেই। কিন্তু, বিএসএফ সদস্যরা সেই আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণ করছেন। এ বিষয়ে আমরা অভিযোগ করলে, আমাদের গুলি করার হুমকি দেওয়া হয়।’’

এদিকে, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও কুমিল্লা সীমান্তে টহল বাড়ানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, ‘‘স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা টহল জোরদার করছি। এ বিষয়ে আজ বিকেলে আমরা আনুষ্ঠানিক বক্তব্য দিব।’’

ঢাকা/রুবেল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়