ঢাকা     সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ১৩ জানুয়ারি ২০২৫  
মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

মিজানুর রহমান। ফাইল ফটো

বগুড়ায় মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে মিজানুর রহমান (৩৭) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে নন্দীগ্রামের দেওগ্রাম বুশকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিজানুর রহমান নন্দীগ্রামের দারিয়াপুর গ্রামের বাসিন্দা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) কাহালু উপজেলার নারহট্ট শাখার সুপারভাইজার ছিলেন।

নিহতের ভাই আবু হানিফ বলেন, ‘‘সকালে মোটরসাইকেলযোগে মিজানুর নিজের অফিসের উদ্দেশে রওয়ানা দেয়। বুশকুর বাজার এলাকায় পৌঁছালে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হয় সে। দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

আরো পড়ুন:

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এটিএসআই লালন হোসেন বলেন, ‘‘মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে মিজানুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/এনাম/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়