ঢাকা     সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

সাতক্ষীরা সীমান্তে গুলির আওয়াজ 

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ১৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:১৪, ১৩ জানুয়ারি ২০২৫
সাতক্ষীরা সীমান্তে গুলির আওয়াজ 

ভারত সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা

সাতক্ষীরা সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে গুলির আওয়াজ শুনেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। 

সোমবার (১৩ জানুয়ারি) ভোরের দিকে সদর উপজেলার ভোমরা সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গার শিবতলা এলাকায় গুলির শব্দ শুনতে পান তারা।

আরো পড়ুন: ভোমরা সীমান্তে জমি চাষে বিএসএফের বাধা, পতাকা বৈঠক

আরো পড়ুন:

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, “এটা ভারতের অভ্যন্তরের ঘটনা। এর সঙ্গে সাতক্ষীরা সীমান্তের কোনো সম্পর্ক নেই।”

স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান জানান, আজ ফজরের নামাজের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনেন তারা। বিএসএফ সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে গুলি ছোড়ে। 

আরো পড়ুন: এবার কুমিল্লা সীমান্তে কাঁটাতারের বেড়া বিএসএফের, গুলির হমকি

সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরা জানান, বিএসএফ চার রাউল্ড ফাঁকা গুলি ছুড়েছে। এটি মূলত সাউন্ড গানের গুলি।

প্রসঙ্গত, ভোমরার লক্ষীদাড়ি সীমান্ত এলাকার নজরুল ইসলাম ও নাজমুল হোসেন নামে দুই ব্যক্তি নিজেদের জমি চাষাবাদ করতে গেলে বাঁধা দেয় বিএসএফ। এ নিয়ে গতকাল রবিবার ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করে বিজিবি-বিএসএফ।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletএইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা Bulletবাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান Bulletভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে ৫ বছরে আয় ৮ কোটি টাকা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন Bulletজাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ Bulletআমরা প্রতিবেশী, একসঙ্গে থাকতে হবে: বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান Bulletহাসিনা-পুতুলদের বিরুদ্ধে ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ Bulletদিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব Bulletশেখ হাসিনাসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা Bulletজুলাই-আগস্টের গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন Bulletজনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট