ঢাকা     সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

জলকামানের মুখে সড়ক ছাড়ল চাকরিচ্যুত শ্রমিকরা

ঢাকা/ (সাভার) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ১৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:৩৬, ১৩ জানুয়ারি ২০২৫
জলকামানের মুখে সড়ক ছাড়ল চাকরিচ্যুত শ্রমিকরা

পাওনা আদায় ও ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকার আশুলিয়ার বাইপাল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার চাকরিচ্যুত কয়েক’শ শ্রমিক। এতে মহাসড়কে কয়েক কিলোমিটার অংশে যানজট দেখা দেয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও বিভিন্ন গাড়ির চালকরা। পরে জলকামান ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছাত্র ভঙ্গ করে দেয় পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শারমীন গ্রুপের চাকুরিচ্যুত শ্রমিকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, সম্প্রতি শারমীন গ্রুপের অভ্যন্তরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিষয়টিকে কেন্দ্র করে মালিকপক্ষ বাংলাদেশ শ্রম আইনের ২৩ ধারায় কিছু শ্রমিককে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরবর্তীতে তদন্ত করে মালিকপক্ষ যাদের বিরুদ্ধে অপরাধের প্রমান পেয়েছে তাদের চাকরিচ্যুত করে। চাকরিচ্যুত করা এমন শ্রমিকদের সংখ্যা প্রায় ৪৩০ জন।

আরো পড়ুন:

আজ সকালে চাকরিচ্যুত শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পুলিশের পক্ষ থেকে একাধিকবার তাদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হয়। তবে, তারা পুলিশের অনুরোধ না শুনে অবরোধ চালিয়ে যান। বিকেলে পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছাত্র ভঙ্গ করে দেয়। 

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে চাকরিচ্যুত শারমীন গ্রুপের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে আন্দোলনকারীদের নানাভাবে বুঝিয়েও সড়ক থেকে সরাতে না পেরে জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, “সকাল থেকে বিভিন্ন দাবিতে বাইপাল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে রেখেছিল চারকিচ্যুত শ্রমিকরা। আমরা তাদের অনুরোধ করি, আপনাদের বিষয়ে বিজিএমইতে আলোচনা চলছে। আপনারা রাস্তা থেকে সরে যান। তবে তারা শোনেননি। বিকেল ৩টার দিকে আমরা তাদের জলকামান থেকে পানি নিক্ষেপ করে সরিয়ে দেই।”

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletএইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা Bulletবাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান Bulletভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে ৫ বছরে আয় ৮ কোটি টাকা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন Bulletজাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ Bulletআমরা প্রতিবেশী, একসঙ্গে থাকতে হবে: বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান Bulletহাসিনা-পুতুলদের বিরুদ্ধে ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ Bulletদিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব Bulletশেখ হাসিনাসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা Bulletজুলাই-আগস্টের গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন Bulletজনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট