সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ২ যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলটির অপর এক আরোহী।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের সামনে ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ এবং সেটির চালক আনোয়ার হোসেনকে (৪০) আটক করেছে।
নিহতরা হলেন- শুভ (২২) ও ইমন (২১)। তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মজিববাগ এলাকার বাসিন্দা। আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
প্রভাত নামে এক প্রতক্ষদর্শী বলেন, “একটি মোটরসাইকেলে করে তিন যুবক যাচ্ছিলেন। আদমজী ইপিজেডের সামনে দুটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করেন মোটরসাইকেলটির চালক। এসময় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে তিন জনই সড়কে পড়ে যান। সেসময় দ্রুত গতিতে আসা ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একজন আহত হন।”
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন। ঘাতক ট্রাকটি জব্দ ও সেটির চালককে আটক করা হয়েছে।”
ঢাকা/অনিক/মাসুদ