ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ২ যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ১৩ জানুয়ারি ২০২৫  
সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ২ যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলটির অপর এক আরোহী।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের সামনে ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ এবং সেটির চালক আনোয়ার হোসেনকে (৪০) আটক করেছে।

নিহতরা হলেন- শুভ (২২) ও ইমন (২১)। তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মজিববাগ এলাকার বাসিন্দা। আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন:

প্রভাত নামে এক প্রতক্ষদর্শী বলেন, “একটি মোটরসাইকেলে করে তিন যুবক যাচ্ছিলেন। আদমজী ইপিজেডের সামনে দুটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করেন মোটরসাইকেলটির চালক। এসময় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে তিন জনই সড়কে পড়ে যান। সেসময় দ্রুত গতিতে আসা ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একজন আহত হন।”

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন। ঘাতক ট্রাকটি জব্দ ও সেটির চালককে আটক করা হয়েছে।”

ঢাকা/অনিক/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletএইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা Bulletবাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান Bulletভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে ৫ বছরে আয় ৮ কোটি টাকা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন Bulletজাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ Bulletআমরা প্রতিবেশী, একসঙ্গে থাকতে হবে: বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান Bulletহাসিনা-পুতুলদের বিরুদ্ধে ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ Bulletদিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব Bulletশেখ হাসিনাসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা Bulletজুলাই-আগস্টের গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন Bulletজনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট