ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

মগ লিবারেশন পার্টির সদস্য অস্ত্রসহ আটক

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ১৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:৩৬, ১৩ জানুয়ারি ২০২৫
মগ লিবারেশন পার্টির সদস্য অস্ত্রসহ আটক

যৌথবাহিনীর অভিযানে আটক মগ লিবারেশন পার্টির সদস্য কালো জ্যাকেট পরিহিত (মাঝে) অপ্রুচাই মারমা

খাগড়াছড়ির মানিকছড়ি থেকে অপ্রুচাই মারমা (৩০) নামে কথিত মগ লিবারেশন পার্টির এক সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ হয়।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার গরমছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল।

আটক অপ্রুচাই মারমা উপজেলা সদরের ময়ূরখীল এলাকার মংপ্রু মারমার ছেলে।  

আরো পড়ুন:

পুলিশ জানায়, আকটকৃত ব্যক্তি কিছুদিন ধরে উপজেলার গরমছড়ি এলাকায় কথিত মগ লিবারেশন পার্টির কালেক্টর পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালাচ্ছিলেন।  গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে অপ্রুচাই মারমাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়।

ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি কথিত মগ লিবারেশন পার্টির সদস্য বলে স্বীকার করেছেন। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। অস্ত্র আইনে মামলা করার পর তাকে আদালতে সোপর্দ করা হবে।” 

ঢাকা/রূপায়ন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletএইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা Bulletবাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান Bulletভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে ৫ বছরে আয় ৮ কোটি টাকা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন Bulletজাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ Bulletআমরা প্রতিবেশী, একসঙ্গে থাকতে হবে: বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান Bulletহাসিনা-পুতুলদের বিরুদ্ধে ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ Bulletদিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব Bulletশেখ হাসিনাসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা Bulletজুলাই-আগস্টের গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন Bulletজনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট