ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

‘হাসিনার পতনে বিএনপি ক্ষমতা পেয়ে গেছে, ভাবা ভুল’

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ১৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:০২, ১৩ জানুয়ারি ২০২৫
‘হাসিনার পতনে বিএনপি ক্ষমতা পেয়ে গেছে, ভাবা ভুল’

বিএনপির ৩১ দফার সমর্থনে চাঁদপুরে লিফলেট বিতরণ করা হয়

শেখ হাসিনার সরকারের পতনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় চলে এসেছে ভাবা ভুল হবে বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন। 

মোশারফ হোসেন বলেন, ‘‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতন হয়েছে, মানেই বিএনপি ক্ষমতা পেয়ে গেছে; তা ভেবে রাজপথ ছেড়ে ঘরে বসে থাকলে চরম ভুল হবে। তাই সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপিকে ক্ষমতায় আনতে একযোগে কাজ করতে হবে।’’

সোমবার (১৩ জানুয়ারি) চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 

আরো পড়ুন:

মোশারফ হোসেন বলেন, ‘‘এই রাষ্ট্র কীভাবে চলবে, সেই রূপরেখা ৩১ দফায় তুলে ধরা হয়েছে। বিএনপিসহ অঙ্গসংগঠনের প্রতিটি নেতাকর্মীকে রাষ্ট্র কাঠামো মেরামতের এই ৩১ দফা মুখস্ত রাখতে হবে। একইসঙ্গে প্রতিটি ঘরে ঘরে ৩১ দফার পক্ষে জনমত গঠনে দাবিগুলো পৌঁছে দিতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি ক্ষমতায় এসে যোগ্য জনপ্রতিনিধি দ্বারা এ রাষ্ট্র পরিচালনা হবে।’’

এ দিন বিকেলে চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বিদ্যাবতি খাল সড়ক, ছৈয়াল বাড়ী, মাঝি বাড়ী, মোল্লাবাড়ী, প্রফেসর পাড়া, জিয়া হোস্টেল ও চিত্রলেখা মোড়সহ বেশ কয়েকটি পয়েন্টে ৩১ দফা সম্বলিত দলীয় লিফলেট বিতরণ করা হয়।

এতে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন আকাশ।

চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল খায়ের ছৈয়ালের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নার্গিস খান, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জয়নাল মাতাব্বর, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিরন মাঝি, কাইয়ুম খান প্রমুখ।
 

ঢাকা/জয়/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletএইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা Bulletবাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান Bulletভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে ৫ বছরে আয় ৮ কোটি টাকা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন Bulletজাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ Bulletআমরা প্রতিবেশী, একসঙ্গে থাকতে হবে: বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান Bulletহাসিনা-পুতুলদের বিরুদ্ধে ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ Bulletদিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব Bulletশেখ হাসিনাসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা Bulletজুলাই-আগস্টের গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন Bulletজনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট