সরকার আন্তরিক হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব: মজিবুর রহমান
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় এবি পার্টির নবনির্বাচিত কমিটির সদস্যরা
সরকার আন্তরিক হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির নব নির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিন এ মন্তব্য করেন।
মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, “সরকারের পক্ষ থেকে দুটি সময় সূচীর কথা বলা হয়েছে, একটি এ বছরের ডিসেম্বরে আরেকটি সামনের বছরের জুনে। আমরা বলছি, সংস্কারের কি রূপরেখা হচ্ছে, সংস্কারের গতি প্রকৃতির ওপর নির্ভর করে এই সময় নির্ধারণ হবে।”
তিনি আরো বলেন, আমরা মনে করি, সরকার যদি আন্তরিক হয় এটা (নির্বাচন) ডিসেম্বরের মধ্যে সম্ভব। সংস্কারগুলো করে একটা গণঐক্য বা ঐক্যমতের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব। তা না হলে, আলাপ আলোচনার ভিত্তিতে এটা দুই-এক মাস পেছোলেও আমাদের কোনো আপত্তি নেই।”
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম-সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভুইয়া, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটূল, সিনিয়র সহকারী সম্পাদক এবিএম খালিদ হাসান, সহকারী সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেন প্রমুখ।
ঢাকা/সাব্বির/মাসুদ