ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

মহাসড়কের পাশে মিলল যুবকের মরদেহ

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ১৪ জানুয়ারি ২০২৫  
মহাসড়কের পাশে মিলল যুবকের মরদেহ

ঢাকার ধামরাই উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা বাসস্ট্যান্ডের পূর্বদিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের খাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের পাশে ঢালের নিচে পানিতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেছেন, “খবর পেয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকা/সাব্বির/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়