কুষ্টিয়ায় আ.লীগ নেতার দখলে থাকা ২০ একর জমি উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তত্বাবধানে স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে
কুষ্টিয়ায় গৃহায়ণ কর্তৃপক্ষের জায়গা দখল করে সুরম্য গেট ও বাউন্ডারি নির্মাণ করেছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম। একই সাথে লটারিতে পাওয়া জায়গা দখল করে সেখানে আইটি পার্ক, স্কুল ভবন, অডিটরিয়ামসহ অন্যান্য স্থাপনা তৈরি করেন তিনি।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তত্বাবধানে বিপুল সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সদস্যদের উপস্থিতিতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এসব স্থাপনা। বেহাত হওয়া প্রায় ২০ একর জায়গায় নির্মাণ হওয়ায় স্থাপনার কাজ বন্ধ করার পাশাপাশি উচ্ছেদ করে দেওয়া হয়।
প্লট মালিকরা সরকারি কোষাগারে টাকা জমা দিয়েও প্লট বুঝে পাচ্ছিলেন না। তারা আওয়ামী লীগ আমলে রায় পেলেও প্রভাবশালী নেতারা জোর করে জায়গা দখল করে রেখেছিলেন উন্নয়নের নামে। উল্টো মামলা তুলে নিতে ভয়ভীতিও দেখিয়ে আসছিলেন। এখন তারা ন্যায় বিচার পাবেন বলে আশা করছেন।
গৃহায়ণ কর্তৃপক্ষের মাহসুদুর রহমান এসডি বলেন, “আমাদের প্রায় ২০ একর জায়গা নিয়ে সমস্যা আছে। আমরা সেগুলো আজ দখলমুক্ত করছি। নতুন করে ডিজাইন করে ১৭৩ জন প্লট মালিকের মধ্যে তা বিভাজন করা হবে। মসজিদ ও অডিটরিয়াম বাদে আর কোনো স্থাপনা রাখা হবে না।”
ঢাকা/কাঞ্চন/এস