ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

সিরাজগঞ্জে বিএনপির নেতাকর্মীদের পৌষ উৎসব উদযাপন

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ১৫ জানুয়ারি ২০২৫  
সিরাজগঞ্জে বিএনপির নেতাকর্মীদের পৌষ উৎসব উদযাপন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবদলের নেতাকর্মীরা মিলে পৌষ উৎসব উদযাপন করেছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কোনাবাড়ী যুব সমাজের ব্যানারে শহীদুল বুলবুল ডিগ্রি কলেজ মাঠে উৎসবে মেতে ওঠে নেতাকর্মীরা।

দীর্ঘ ১৭ বছর পর এ উৎসবে ৪ শতাধিক নেতাকর্মী ও গ্রামের সাধারণ মানুষ অংশ নেয়। পৌষ উৎসবে নতুন ধানের ভাত, ডাল, ডিম ও সবজি রান্না করে পরিবেশন করা হয়।

পৌষ উৎসবে প্রধান মেহমান ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথান, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।

আরো পড়ুন:

উৎসবে অংশ নেওয়া বিএনপির নেতারা বলেন, ‘‘গ্রাম বাংলার ঐতিহ্য পৌষ উৎসব, যাকে আমরা বলে থাকি ‘পুষুরা’, সেই ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি নেতাকর্মীদের মিলনমেলা হয়েছে। এতে নেতাকর্মীদের মধ্যে হৃদ্যতা বাড়বে এবং আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকবে।’’ উৎসবে অংশ নিয়ে সকলে আনন্দিত বলে জানান তিনি।

প্রধান মেহমান সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস জানান, পৌষ মাস বাংলার ঐতিহ্যবাহী উৎসবের সময়। নতুন ধানের ঘ্রাণে গ্রাম বাংলা মেতে ওঠে। আগে বাংলার ঘরে ঘরে এ সময় উৎসবের আয়োজন করা হতো। তবে আওয়ামী লীগের শাসনামলে এ উৎসবের আমেজ হারিয়ে গিয়েছিল। পট পরিবর্তনের পর সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নতুন উদ্যমে পৌষ উৎসব উদযাপন করা হচ্ছে। গ্রামীণ ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই এ আয়োজন।
 

ঢাকা/রাসেল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়