ঢাকা     বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

টেকনাফে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ১৬ জানুয়ারি ২০২৫  
টেকনাফে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটকেরা হলেন- মো. ফয়সাল (২০), মো. আরমান (২০), জসিম উদ্দিন (২১), মো. বুখার উদ্দিন (৩০), মো. শফিক উদ্দিন (২০) ও মো. কামাল হোসেন (রোহিঙ্গা)।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যান্ট কর্নেল আশিকুর রহমান মাদকসহ ৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সম্প্রতি নাফ নদীর মোহনা দিয়ে সাগর পথে মাদক পাচার ও মানব পাচার ঠেকাতে বিজিবি নজরদারি বাড়ায়। সোমবার রাতে টেকনাফ সাগরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি নৌকাটি তল্লাশি করে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা, কিছু গাঁজা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। 

তিনি আরো জানান, আটক হওয়াদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে জব্দকৃত মাদক, মোবাইল ফোন এবং নৌকাটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। 

সীমান্ত সুরক্ষা ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবি সবসময় সতর্ক ও সক্রিয় রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

ঢাকা/তারেকুর/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়