ঢাকায় শিক্ষার্থীদের ওপর আক্রমণের ঘটনায় খাগড়াছড়িতে প্রতিবাদ
খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকায় পাহাড়ি শিক্ষার্থীদের এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ সংগঠনের নেতাকর্মীদের হামলার ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আদিবাসী ছাত্র জনতা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে বিভিন্ন উপজেলা থেকে আসা ছাত্র জনতা জড়ো হয়ে বিশাল বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি জেলা চেঙ্গী স্কয়ার হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চেঙ্গী স্কোয়ার মোড়ে এসে সমাবেশ করে। এ সময় বক্তারা ঢাকা পাহাড়ি ছাত্রদের উপর ন্যাক্কারজনকভাবে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সাথে অবিলম্বে নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহাল, পাঠ্যপুস্তকে আদিবাসীদের সঠিক ইতিহাস ও পরিচিতি তুলে ধরাসহ সাংবিধানিকভাবে স্বীকৃতির দাবিও জানানো হয়।
এ সময় সাধারণ শিক্ষার্থী উক্যানু মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন- হ্লাব্রে মারমা, নেপুলিয়া চাকমা, টুশিটা চাকমা, নয়ন ত্রিপুরা, বাবু চাকমা, নিশান চাকমা, অংশোয়েচিং মারমা প্রমুখ।
ঢাকা/রূপায়ন/ইমন