বগুড়ায় মোটরসাইকেলে অটোরিকশার ধাক্কা, নিহত ১
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
বগুড়ায় মোটরসাইকেলে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মুন্না (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে সদরের বারোপুর মাদারতলামোড় এলাকায় এই ঘটনা ঘটে। মুন্না বারোপুর গ্রামের আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, সকালে মুন্না মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। বারোপুর মাদারতলামোড় এলাকায় মোটরসাইকেলের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হলে গুরুতর আহত হয় মুন্না। পরে মুন্নার আত্মীয়-স্বজন তাকে নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এটিএসআই লালন হোসেন।
ঢাকা/এনাম/এস