ঢাকা     বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৩ ১৪৩১

পঞ্চগড়ে শহীদ সাগরের নামে সড়কের নামকরণ

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ১৬ জানুয়ারি ২০২৫  
পঞ্চগড়ে শহীদ সাগরের নামে সড়কের নামকরণ

চাকলাহাট ইউনিয়নের সাতমাইল-ধামেরঘাট সড়কটির নামফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন

পঞ্চগড় সদর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সাগর ইসলামের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার চাকলাহাট ইউনিয়নের সাতমাইল-ধামেরঘাট সড়কটির নামফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। 

এসময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু দাউদ প্রধান, চাকলাহাট ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, শহীদের বাবা রবিউল ইসলাম ও মা সকিনা বেগম।

শহীদ সাগর ইসলামের বাড়ি চাকলাহাট ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে। তিনি গত ৫ আগস্ট ঢাকার মেরুল বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন।

সাগর ইসলাম (১৯) যখন খুব ছোট তখন বিচ্ছেদ হয় তার মা-বাবার। এরপর বড় হয়েছেন নানীর বাড়িতে। পরিবারে আপন বলতে কেবল মানসিক অসুস্থ্য মা আর বৃদ্ধা নানী। অভাব অনটনের মধ্যেই ২০২২ সালে স্থানীয় বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন সাগর। পরে সংসারের হাল ধরতে পাড়ি জমান ঢাকায়। সেখানে একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে গিয়ে জীবন দিয়ে আমাদেরকে ঋণী করে গেছেন শহীদ সাগরেরা। আমরা শহীদদের রেখে যাওয়া কাজগুলো করতে চাই। শহীদ সাগর আমাদের অনুপ্রেরণা। এই অনুপ্রেরণা কাজে লাগিয়ে ভবিষ্যতেও কোনো ফ্যাসিস্ট জাতির উপর চেপে বসলে আমরা প্রতিহত করতে চাই।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, “নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন। আমরা তার মাগফিরাত কামনা করছি। এছাড়া উপজেলা প্রশাসন শহীদ সাগরের পরিবারের পাশে সবসময় রয়েছে।”

ঢাকা/নাঈম/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়