ঢাকা     বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৩ ১৪৩১

হবিগঞ্জে মাইক্রোবাস চাপায় শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ১৬ জানুয়ারি ২০২৫  
হবিগঞ্জে মাইক্রোবাস চাপায় শিশুর মৃত্যু

ফাইল ফটো

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাইক্রোবাস চাপায় ইয়াহিয়া মিয়া (৯) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ইয়াহিয়া জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে ও নছরতপুর হাফিজিয়া মাদরাসার ছাত্র। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার নছরতপুর এলাকায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াহিয়া বৃহস্পতিবার দুপুরে মাদরাসা থেকে বের হয়ে বাইপাস সড়ক ধরে বাড়ি ফিরছিল। পথে হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। পরে শিশুটিকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি বলেন, “দুর্ঘটনার পর মাইক্রোবাসচালক গাড়ি নিয়ে পালিয়েছে। নিহত মাদরাসাছাত্রের পরিবার ময়নাতদন্ত ছাড়া তার মরদেহটি দাফন করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর আবেদন করেছেন।”

ঢাকা/মামুন/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়