মাগুরার ৪ উপজেলার সবকটিতেই নারী ইউএনও
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নারী ইউএনওদের হাতে মাগুরার ৪টি উপজেলা
মাগুরা জেলার চারটি উপজেলায় নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্ব পালন করছেন। এই প্রথম চারটি উপজেলা প্রশাসন চালাচ্ছেন নারীরাই।
মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশরাত জাহান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার, রাখী ব্যানার্জী, শালিখা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ ও মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার।
চারটি উপজেলায় যোগ দেওয়া নারী ইউএনওরা বিসিএস ৩৪ ও ৩৫ ব্যাচের কর্মকর্তা। মাগুরা জেলায় গতবছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি মাসের মধ্যে যোগদান করেছেন।
মাগুরার সিনিয়র সাংবাদিক হোসেন সিরাজ বলেন, “প্রশাসনের তৃণমূল পর্যায়ের বিভিন্ন স্তরে নারী কর্মকর্তাদের অংশগ্রহণ দিনে দিনে বাড়ছে। এতে দেখা যায়, আগে নারী কর্মকর্তাদের বেশির ভাগই ঢাকাকেন্দ্রীক পদগুলোতে থাকতেন। এখন ডিসি ও ইউএনওর মতো গুরুত্বপূর্ণ পদ থেকে শুরু করে বিভাগ, জেলা ও উপজেলার বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন নারীরা। এর আগেও নারী ইউএনও জেলার বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করেছেন। তবে এবারই প্রথম জেলার চারটি উপজেলায় প্রশাসন চালাচ্ছেন নারীরাই।”
সাবেক সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী বলেন, “বাংলাদেশের নারী উন্নয়ন ও অর্জন এখন বিশ্বের কাছে দৃশ্যমান। তবে সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ এখনো কম।”
তাঁর মতে, তৃণমূলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে ইউএনওর পদটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসব পদে নারীর অংশগ্রহণ বৃদ্ধি খুবই ইতিবাচক।
তিনি বলেন, “একজন ইউএনও উপজেলা প্রশাসন পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন। উপজেলায় তাঁরাই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি।”
নাম প্রকাশ না করার শর্তে জেলার দুজন নারী ইউএনও জানান, তাঁরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। কোনো অসুবিধায় পড়তে হচ্ছে না। কাজকর্মে নারী হিসেবে কোনো প্রতিবন্ধকতা বোধ করেন না। বরং বিভিন্ন ক্ষেত্রে মানুষের সহযোগিতা বেশি পাচ্ছেন।
ঢাকা/শাহীন/এস